জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার ফল প্রকাশ

761

ঢাকা, ১৯ মার্চ, ২০১৮ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় ৩০ টি অনার্স বিষয়ে ৭৩৪ টি কলেজের ২৫৯ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ ৯১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ হাজার ৭৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
প্রকাশিত ফল বিকাল ৪ টায় ঝগঝ এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে হঁয১ জবমরংঃৎধঃরড়হ ঘড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ ও িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৬ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪ জন এমফিল এবং ৫ জন পিএইচডি ডিগ্রি গবেষককে ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত। ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে কার্যকর চার বছর মেয়াদী এলএল.বি (অনার্স), ব্যাচেলর অব স্পোর্টস (অনার্স), কোর্সসমূহের অধিভুক্তি রেগুলেশন, সিলেবাস ও রেগুলেশন অনুমোদন উল্লেখযোগ্য।