বাজিস-১৪ : নীলফামারী ডায়াবেটিক সমিতি হাসপাতালে হৃদরোগ ইউনিট খোলা হবে : আসাদুজ্জামান নূর এমপি

337

বাজিস-১৪
নীলফামারী- হৃদরোগ চিকিৎসা
নীলফামারী ডায়াবেটিক সমিতি হাসপাতালে হৃদরোগ ইউনিট খোলা হবে : আসাদুজ্জামান নূর এমপি
নীলফামারী, ২০ জুলাই, ২০১৯ (বাসস) : জেলায় ডায়াবেটিক সমিতি হাসপাতালে হৃদরোগের চিকিৎসার লক্ষ্যে ইউনিট চালু করা হবে বলে জানিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
আজ শনিবার দুপুরে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, ‘নীলফামারীতে হৃদরোগের কোনো উন্নত চিকিৎসা নেই। তাই আমরা ডায়াবেটিক হাসপাতালে হৃদরোগের একটি ইউনিট খুলে চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যেগ নিয়েছি। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’
সমিতির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সমিতির সহসভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা কমিটির সভাপতি মমতাজুল ইসলাম প্রমুখ। সমিতির সাধারণ স¤পাদক মো. মুজিবুল হাসান চৌধুরী সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
বাসস/সংবাদদাতা/২০০০/এমকে