বাসস দেশ-২৭ : হেনা দাসের ১০ম মৃত্যুবার্ষিকী পালন

275

বাসস দেশ-২৭
হেনা দাস-মৃত্যুবার্ষিকী
হেনা দাসের ১০ম মৃত্যুবার্ষিকী পালন
ঢাকা, ২০ জুলাই, ২০১৯ ( বাসস ) : ব্রিটিশ বিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ, শিক্ষক আন্দোলন ও নারী মুক্তি আন্দেলনের নেত্রী হেনা দাসের ১০ম মৃত্যুবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি( সিপিবি) এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে তার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতৃবৃন্দ।
পার্টির পক্ষে হেনা দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসালাম সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারী নেত্রী ও সিপিবি প্রেসিডিয়াম সদস্য লক্ষী চক্রবর্তী, কমরেড আবদুল্লাহ ক্বাফি রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, রফিকুজ্জামান লায়েক প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন হেনা দাস। তরুণ প্রজন্মকে তাঁর বিপ্লবী জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।
বাসস/সবি/কেসি/১৯৫৫/-আসচৌ