বাসস দেশ-২৩ : প্রবীণ কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত আর নেই

181

বাসস দেশ-২৩
শীলা দীক্ষিত-শোক
প্রবীণ কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত আর নেই
নয়াদিল্লী, ২০ জুলাই, ২০১৯ (বাসস) : প্রবীণ কংগ্রেস নেত্রী ও দিল্লীর তিন বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত শনিবার বিকেলে দিল্লীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
শীলার পরিবার জানিয়েছে, তাকে কিছুদিন আগে এস্কোর্টস হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আজ বিকেল ৩টা ৫৫ মিনিটে মারা যান।
শীলা দীক্ষিত চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লী কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শীলা দীক্ষিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী থাকাকালে দিল্লীর ব্যাপক উন্নয়ন হয় বলে তারা শীলার প্রশংসা করেন।
তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে দিল্লীর মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি দিল্লীর বর্তমান মুখ্যমন্ত্রী আম আদমী পার্টির অরবিন্দ কেজরিওয়ালের পূর্বসূরি।
শীলা দীক্ষিত দিল্লীতে ক্রমবর্ধমান সড়ক ও ফ্লাইওভার নির্মাণ, দূষণ হ্রাস ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশংসিত হন। শীলা দীক্ষিত ২০০৪ সালে কেরালার গভর্নর হিসেবে শপথ নেন। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পরই তিনি পদত্যাগ করেন।
তার শ্বশুর প্রবীণ রাজনীতিবিদ ও উত্তর প্রদেশের কংগ্রেস নেতা উমা শংকর দীক্ষিত ইন্দিরা গান্ধীর মন্ত্রিপরিষদের মন্ত্রী ছিলেন। শীলা পাঞ্জাবের কাপুরখালায় জন্ম গ্রহণ করেন।
বাসস/এআইএম/অনু-কেএআর/১৮৫০/-আসচৌ