বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : আসাদুজ্জামান নূর এমপি

338

নীলফামারী, ২০ জুলাই, ২০১৯ (বাসস) : সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন না- দেশ ও মানুষের সেবার জন্য রাজনীতি করনে না, যারা মানুষকে জিম্মি করে নিজের আখের গুছাতে চান, তাদের আওয়ামী লীগ করার প্রয়োজন নেই।’
আজ শনিবার দুপুরে নীলফামারীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত জেলা যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃব্য রাখেন রাবেয়া আলীম এমপি, যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোদেজা নাসরিন এমপি , জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তনা চক্রবর্তী।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।
আসাদুজ্জামান নূর বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি কখনো নিজের ও পরিবারের জন্য রাজনীতি করেননি। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আজ তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। জীবনের সবকিছু হারিয়ে হৃদয়ে অনেক কষ্ট-যন্ত্রণা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করছেন তিনি।’
তিনি আরো বলেন, ‘বিশ্ব ব্যাংকের টাকায় পদ্মা সেতু হওয়ার কথা। সেই টাকা বন্ধ করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তার পরেও জননেত্রী শেখ হাসিনা দেশীয় অর্থে পদ্মা সেতুর কাজ প্রায় শেষ করেছেন। পদ্মা সেতুর সব পিলার বসে গেছে। এখন তারা গুজব ছড়টাচ্ছেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে। কারণ বাংলাদেশের বৃহৎ একটি প্রকল্প আওয়ামী লীগের সরকার নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছেন। এটি বিএনপি-জামায়াত জোট মেনে নিতে পারছেন না।’
শেষে শান্তনা চক্রবর্তীকে সভাপতি এবং ইসরাত জাহান পল্লবীকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের ত্রিবার্ষিক যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়।