বাসস ক্রীড়া-৭ : ও:ইন্ডিজ সফরে যাচ্ছেন না ধোনি

163

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ধোনি
ও:ইন্ডিজ সফরে যাচ্ছেন না ধোনি
নয়াদিল্লি, ২০ জুলাই, ২০১৯ (বাসস) : ভারতীয় ক্রিকেট দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নিয়ে নির্বাচকরা যখন মহেন্দ্র সিং ধোনির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন সমস্যার সামধান করে দিলেন ধোনি নিজেই। সাবেক অধিনায়ক আজ শনিবার স্পষ্ট জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে পাওয়া যাবে না। ভারতীয় টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের অনারারি লেফটেনেন্ট কর্নেল ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে আগামী দুই মাস নিজের রেজিমেন্টে সময় দেবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ঐ কর্মকর্তা জানান, ‘ধোনি নিজেই জানিয়েছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে পাওয়া যাবে না। কেননা দুই মাস তিনি তার প্যারামিলিটারি রেজিমেন্টে সময় দেবেন।’
আগামীকাল রোববার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করবে ভারতীয় নির্বাচকরা। তার আগেই আজ শনিবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন বিশ্ব সেরা এ উইকেটরক্ষক। ঐ কর্মকর্তা এটাও পরিষ্কার করে দিয়েছেন এই মুহূর্তে অবসর নিচ্ছেন না ধোনি।
তিনি বলেন, ‘আমাদের তিনটি বিষয় পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে তিনি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। দুই মাস প্যারামিলিটারি রেজিমেন্টের সঙ্গে কাজ করতে চায়, যার জন্য তিনি আগেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।’
তিনি আরো বলেন, ‘আমরা এখন তার সিদ্ধান্তের বিষয়টি অধিনায়ক বিরাট কোহলি এবং নির্বাচক কমিটির প্রদান এমএসকে প্রসাদকে জানিয়ে দেব।’
ধোনি সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় তিন ফর্মেটেই প্রথম পছন্দের উইকেটরক্ষ হিসেবে ঋষভ পন্থ থাকবেন বলে ধারণা করা হচ্ছে। টেস্ট ক্রিকেটে পন্থের স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন ঋদ্ধিমান সাহা।
বাসস/স্বব/১৮২৫/মোজা/নীহা