বাজিস-৮ : চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

204

বাজিস-৮
চাঁদপুর- অবৈধ স্থাপনা
চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুর, ২০ জুলাই, ২০১৯ (বাসস) : চাঁদপুর পৌর সভার উদ্যোগে বাবুরহাট বাজারের রাস্তার পাশে ফুটপাতে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকানপাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
চাঁদপুর পৌরসভার ১৪ ওয়ার্ড কমিশনার মোঃ খান বাহাদুর, চাঁদপুর পৌরসভার সুপার ভাইজার আব্দুল মান্নান, মোঃ কামরুল হাসান, মোঃ কামরুজ্জামান,
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।
চাঁদপুর পৌর সভার সুপার ভাইজার আব্দুল মান্নান জানান, বাজারের ব্যস্ততম এলাকার ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদ রোড, মাছ বাজার রোড, ব্রিজের উপরে ও মধ্যবাজারসহ বাজারের বিভিন্ন স্থানের ফুটপাতের অস্থায়ী ৪০/৫০ টি দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সব অস্থায়ী দোকান পথচারীদের ফুটপাত দখল করে উঠার ফলে প্রায় সমযই নানা দুর্ঘটনার সম্মুখীন হয় পথচারীরা।
যত্রতত্র নিয়মভঙ্গ করে এসকল দোকান গড়ে ওঠার ফলে বাজার এলাকার রাস্তায় দেখা দেয় অনাকাক্সিক্ষত যানজট। ফুটপাত দখল হওয়া রাস্তা সংকীর্ণ হয়ে যাওযর কারণে প্রায়ই ঘটে থাকে নানান দুর্ঘটনা। এ জন্য এ ফুটপাত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৫০০/নূসী