বাজিস-৩ : বজ্রপাতে সুনামগঞ্জ ও সিলেটে তিনজনের মৃত্যু

285

বাজিস-৩
বজ্রপাত-সিলেট-সুনামগঞ্জ
বজ্রপাতে সুনামগঞ্জ ও সিলেটে তিনজনের মৃত্যু
সিলেট, ১৯ জুলাই ২০১৯ (বাসস) : বজ্রপাতে আজ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সিলেটের কোম্পানীগঞ্জের বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বানু হোসেন (৪০) নামে একব্যক্তি ও তার ছেলে সুমন মিয়ার (১১) মৃত্যু হয়েছে।
নিহতরা উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে বানু তার ছেলেকে নিয়ে হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
অন্যদিকে, আজ সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহত কিশোরের নাম এহসানুল ইসলাম (১৩)। সে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার খুব ভোরে উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকায় বাবার সঙ্গে জমিতে কৃষি কাজে সহযোগিতা করতে গিয়ে বজ্রপাতের শিকার হয় কিশোর এহসান। এ ঘটনায় তার পিতা শামসুল হক আহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বাসস/সংবাদদাতা/১৯২৮/এমকে