বাসস ক্রীড়া-৮ : স্কিন ক্যান্সার নিয়েই এ্যাশেজে ধারাভাষ্য দেবেন ইংনি চ্যাপেল

207

বাসস ক্রীড়া-৮
চ্যাপেল-ক্যান্সার
স্কিন ক্যান্সার নিয়েই এ্যাশেজে ধারাভাষ্য দেবেন ইংনি চ্যাপেল
মেলবোর্ন, ১৮ জুলাই, ২০১৯ (বাসস/পিটিআই) : স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। নিজের এ কঠিন অসুখের কথা আজ বৃহস্পদিবার নিজেই জানিয়েছেন ৭৫ বছর বয়সী এ ক্রিকেট কিংবদন্তী। তবে আগামী মাসে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যকার এ্যাশেজ সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন তিনি।
কাঁধ, ঘাড় এবং বগলের নিচে ক্যান্সার সারাতে পাঁচ সপ্তাহ থেরাপি দিয়েছেন ১৯৬৪-১৯৮০ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭৫টি টেস্ট খেলা চ্যাপেল।
তিনি জানান, প্যাথলজি রিপোর্ট অনুয়ায়ী এখন ভাল অবস্থা এবং আগামী ১ আগস্ট বার্মিংহামে শুরু হওয়া এ্যাশেজ সিরিজে ধারাভাষ্য দিতে তিনি প্রস্তুত।
ক্রিকেটের প্রতি তার ভালবাসার জন্য সকলের কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত চ্যাপেল বলেন, ‘রিচি বেনাউদ এবং টুন গ্রেগের এ রোগ ধরা পড়ার পর আমার মনে হয়েছে সবার জীবনেই এমনটা ঘটতে পারে।’
তার এ অসুস্থতার কথা প্রাথমিকভাবে খুব বেশি লোক জানতেন না। তবে চিকিৎসার পর আত্মবিশ্বাসী হয়ে নিজের বন্ধু-বান্ধবও পরিবারকে জানিয়েছেন চ্যাপেল।
বাসস/পিটিআই/১৯৩০/স্বব