বাসস ক্রীড়া-৭ : আফ্রিকান নেশন্স কাপের শিরোপার জন্য পুনরায় মুখোমুখি হচ্ছেন মাহরেজ ও মানে

189

বাসস ক্রীড়া-৭
ফুটবল-আফ্রিকা-নেশন্স-ফাইনাল-প্রিভিউ
আফ্রিকান নেশন্স কাপের শিরোপার জন্য পুনরায় মুখোমুখি হচ্ছেন মাহরেজ ও মানে
কায়রো, ১৮ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি) : মিশরে দ্বিতীয়বারের মত পরস্পরের মোকাবেলা করতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগের দুই প্রতিপক্ষ রিয়াদ মাহরেজ ও সাদিও মানে। আগামীকাল শুক্রবার শিরোপা জয়ের লড়াই মুখোমুখি হচ্ছে আলজেরিয়া ও সেনেগাল।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের লড়াই থেকে মানের লিভারপুলকে বিতাড়িত করতে ম্যানচেস্টার সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আলজেরিয় তারকা মাহরেজ। লীগের শেষ ম্যাচে তার গোলেই জয়লাভ করেছিল ম্যানচেস্টার সিটি।
তবে লিভারপুল তারকা মানে ‘তার স্বপ্ন’ পূরণ করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও কাপ অব নেশন্সের শিরোপা জয়ের মাধ্যমে। আফ্রিকা মহাদেশের শীর্ষ র‌্যাংকধারী সেনেগালের মুল স্তম্ভই হচ্ছেন মানে। বিষ্ময়কর ভাবে তাদের চেয়ে ৪৬ ধাপ নিচে রয়েছে আলজেরিয়া। তবে তেরাঙ্গা লায়ন্সদের মুল শক্তিই হচ্ছেন মানে।
গ্রুপ পর্বে তিনি দুটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। যে কারণে হার মানতে হয় আলজেরিয়ার কাছে। গোল রক্ষক এডুয়ার্ড মেন্ডির আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় অবশ্য তাকেও হারাতে হচ্ছে সেনেগালকে।
ফাইনালটি দলের পাশাপাশি সেনেগালের কোচ আলিউ চিজেরও ব্যক্তিগত ব্যর্থতা মোচনের লড়াইয়ে পরিণত হয়েছে। কারণ ২০০২ সালে ফাইনালে পৌঁছানো সেনেগাল দলের অধিনায়ক ছিলেন তিনি। ফাইনালে টাইব্রেকারে ক্যামেরুনের কাছে হেরে শিরোপা লাভে ব্যর্থ হয়েছিল সেনেগাল। যে ম্যাচে তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্মিংহ্যাম সিটির সাবেক এই মিডফিল্ডার বলেন,‘ ফাইনালে হারের ওই ঘটনাটি এখনো আমার মনে গেঁথে আছে। কোচ হিসেবে ফাইনালে আমি সেনেগালকে এর আলোকেই অনুপ্রানীত করার চেস্টা করব। ছেলেরা, আমাদের ওই প্রজন্মের চেয়েও ভাল করার আশ্বাস দিয়েছে।’
জাতিকে প্রথমবারের মত নেশন্স কাপের শিরোপা পাইয়ে দেয়ার জন্য গত মাসে লিভারপুলের হয়ে লাভ করা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাটিও হাতছাড়া করতে প্রস্তুত রয়েছেন মানে। তিনি বলেন,‘আমাদের দলের জন্য এই শিরোপা প্রাপ্তি হবে অসাধারণ ব্যাপার। নেশন্স কাপের শিরোপার বিনিময়ে আমি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাটিকেই ছেড়ে দিতে প্রস্তুত। যেটি নিয়ে ডাকারে প্রত্যাবর্তন হবে আলাদা বৈশিষ্ট্যের। এটি আমার কাছে খুবই গুরুত্বপুর্ন স্বপ্ন।’
এদিকে এক বছর আগে জামেল বেলমাদি কোচের দায়িত্ব নিয়ে একেবারেই পাল্টে দিয়েছেন আলজেরিয়ার চেহারা। বিশ্বকাপের বাছাইপর্বে চরমভাবে ব্যর্থ ডেজার্ট ফক্সেসদের ১৯৯০ সালের পর প্রথমবারের মত পৌছে দিয়েছেন নেশন্স কাপের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে।
তবে নাইজেরিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে জয়ের পর তিনি বলেছিলেন,‘ আমি আলজেরিয়ার জনগনকে একটি কথা বলতে চাই, আমি কোন রাজণীতিবিদ নই। যাদুকরী কোন কর্মীও নই। কিন্তু ফাইনালে আজকের ম্যাচের মতই লড়াই করব।’
মিশরের এই আসরে এ পর্যন্ত সর্বাধিক ১২টি গোল করেছে আলজেরিয়া। টুর্নামেন্টের শুরুতে গোলের দেখা না পেলেও নকআউট পর্বে এসে খরা কাটিয়েছেন তারকা খেলোয়াড় মাহরেজ। তিনি বলেন,‘ আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে পৌঁছাতে পেরে আমরা খুবই খুশি। কারণ এটি আমাদের কাছে খুবই স্পেশাল। আমাদের জনগন ও পরিবারের সদস্যদের জন্য এটি ছিল আমাদের প্রধান লক্ষ্য। আমরা জানি যে কোনভাবে তারা আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। তাই আমার স্বপ্ন হচ্ছে জাতীর জন্য নেশন্স কাপের শিরোপা জয় করা।’
মাহরেজ বলেন,‘ সেনেগালের সঙ্গে এটি হচ্ছে চলতি আসরে আমাদের দ্বিতীয় লড়াই। আগের ম্যাচেও আমরা খুব ভাল করেছি। তবে সেমি-ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে পাওয়া জয়টি আমাদের আত্মবিশ্বাস বহুগুনে বাড়িয়ে দিয়েছে। ফাইনালে জয় পাবার যোগ্যতা আমাদের আছে।’
সেনেগালের রক্ষনভাগের তারকা খেলোয়াড় কালিদাও কুয়ালিবালি ফাইনালে খেলতে পারবেননা। তিউনিশিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে জয় পাওয়া ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে ফাইনালে খেলার সুযোগ হারিয়েছেন নেপোলির এই ফুটবল তারকা। যা আলজেরিয়ার আশা আরো বাড়িয়ে দিয়েছে।
নেশন্স কাপে আলজেরিয়া ও সেনেগালের মুখোমুখি লড়াইয়ের খতিয়ান:
১৯৯০ আলজেরিয়া: সেমিফাইনালে আলজেরিয়া ২-১ গোলে হারায় সেনেগালকে
২০১৫ গায়ানা: সি’ গ্রুপের ম্যাচে আলজেরিয়া ২-০ গোলে হারায় সেনেগালকে।
২০১৭ গ্যাবন: বি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র করে আলজেরিয়া ও সেনেগাল
২০১৯ মিশর: সি’ গ্রুপের ম্যাচে আলজেরিয়া ১-০ গোলে হারায় সেনেগালকে।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৫০/স্বব