বাসস দেশ-২৪ : মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ

158

বাসস দেশ-২৪
ফলাফল-মাদ্রাসা
মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ
ঢাকা, ১৭ জুলাই, ২০১৯ (বাসস) : মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ।জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৪৩ জন।
মোট অংশগ্রহণকারী পরিক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১৩৮ জন। এরমধ্যে ছাত্র ৪৮ হাজার এবং ছাত্রী ৩৮,১৩৮ জন।ছাত্রের পাসের হার ৮৭ দশমিক ৯৯ এবং ছাত্রীর পাসের হার ৮৯ দশমিক ২৭ জন।
২০১৮ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ২৪৪ জন। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯৭ হাজার ৭৯৩ জন। পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন।
বাসস/নিজস্ব/এসএস/১৮১০/এএএ