ওভারথ্রো আইন সম্পর্কে জানতেন না উইলিয়ামসন

191

লন্ডন, ১৭ জুলাই ২০১৯ (বাসস) : রোববার লর্ডসে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল যারাই দেখেছে তারা সকলেই একবাক্যে স্বীকার করবে বেন স্টোকসের ব্যাটে লেগে ওভারথ্রোতে অবিশ্বাস্যভাবে পাওয়া ঐ ৬ রানই ইংল্যান্ডের ভাগ্য গড়ে দিয়েছিল। অতিরিক্ত ঐ রানেই নিউজিল্যান্ড শিরোপা দৌঁড় থেকে ছিটকে পড়ে। বিতর্কিত ঐ ওভারথ্রো নিয়ে পরবর্তীতে জল্পনা-কল্পনা কম হয়নি। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও স্বীকার করেছেন কার্যত ঐ আইন সম্পর্কে তার কোন ধারণাই ছিল না।
এ সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘আমি মূলত ঐ মুহূর্তে আইনটি সম্পর্কে সঠিক জানতাম না। আর সে কারণেই আম্পায়ারদের উপর আস্থা রাখতে হয়েছে। আম্পায়ারের ভুল না হলে পরিস্থিতি হয়ত ভিন্ন হতে পারতো।’
এমনকি নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড ও ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানও স্বীকার করেছেন তারা কেউই সুনির্দিষ্টভাবে আইনটি সম্পর্কে জানতেন না। তারাও সে কারণেই অন-ফিল্ড আম্পায়ারদের উপরই আস্থা রেখেছিলেন। যদিও স্টিড ফাইনালের দুই আম্পায়ারের উপর দোষ না চাপিয়ে বলেছেন, ‘আম্পায়ারদের উপরই ম্যাচের সবকিছু নির্ভর করে। তারাও মানুষ, খেলোয়াড়দের মত তাদেরও মাঝে মাঝে ভুল হতেই পারে। এটা খেলারই একটি অংশ। এটা নিয়ে এত ভেবে লাভ নেই।’