বাসস বিদেশ-৩ : সুদানে বিক্ষোভকারী ও সেনা শাসকদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি

167

বাসস বিদেশ-৩
সুদান-চুক্তি
সুদানে বিক্ষোভকারী ও সেনা শাসকদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি
খার্তুম, ১৭ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : সুদানের বিক্ষোভকারী ও ক্ষমতাসীন জেনারেলরা ক্ষমতার ভাগাভাগি বিষয়ে বুধবার একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এর মধ্যদিয়ে দেশটি শাসনে একটি বেসামরিক প্রশাসন গঠনের সুযোগ তৈরী হলো। গত এপ্রিলে সামরিক হস্তক্ষেপে প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষোভকারীরা একটি বেসামরিক প্রশাসন গঠনের জোর দাবি জানিয়ে আসছে। খবর এএফপি’র।
এএফপি’র এক সংবাদদাতা জানান, উভয় পক্ষ ‘রাজনৈতিক ঘোষণা’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাতে চুক্তিটির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর তারা এ চুক্তি স্বাক্ষর করেন।
ক্ষমতাসিন সামরিক পরিষদের উপ-প্রধান মোহাম্মাদ হামদান দাগালো এএফপি’কে বলেন, এ চুক্তি ছিল সুদানের একটি ‘ঐতিহাসিক মুহূর্ত।’ জেনারেলদের পক্ষ থেকে দাগালো চুক্তিটি স্বাক্ষর করেন।
বাসস/এমএজেড/১৩৫৫/-এমএবি