বাসস দেশ-৩০ : নারীদের রাজনীতিতে আসার সুযোগ দিয়েছেন বঙ্গবন্ধু : ইন্দিরা

294

বাসস দেশ-৩০
নারীর-ক্ষমতায়ন
নারীদের রাজনীতিতে আসার সুযোগ দিয়েছেন বঙ্গবন্ধু : ইন্দিরা
ঢাকা, ১৬ জুলাই, ২০১৯ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশে নারীদের রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছিলেন।
আজ রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু উপলব্ধি করছিলেন যে,দেশের জনসংখ্যার অর্ধেক নারীকে বাদ দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সেজন্য তিনি নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছিলেন।
‘বিভিন্ন কর্মক্ষেত্রে সফল নারীদের অর্জনকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে অন্যদের এগিয়ে যেতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ বাস্তবায়ন করে ২০২১ সালের মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের উন্নত দেশে নারী অগ্রণী ভূমিকা পালন করবে।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।
অনুষ্ঠানে শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন ট্রেডের অংশ গ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণ করেন।
বাসস/সবি/এসএস/১৯৫০/কেজিএ