চট্টগ্রামে সিডিএ’র অভিযানে ভাঙ্গা হলো ভবনের অবৈধ অংশ

263

চট্টগ্রাম, ১৬ জুলাই, ২০১৯ (বাসস) : নগরীর পাঁচলাইশ থানার রহমতনগর হিলভিউ আবাসিক এলাকার ৮ নম্বর সড়কে জনৈক আবু জাফরের মালিকানাধীন একটি দ্বিতল ভবনের অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর অভিযানে ভবনটির অবৈধভাবে নির্মিত অংশ ভেঙ্গে দেয়া হয়।
অভিযানে সিডিএ’র অথরাইজড কর্মকর্তা প্রকৌশলী মনজুর হাসানসহ কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।
প্রসঙ্গত, গত ২৫ জুন মনোয়ারা বেগম নামে স্থানীয় একজন বাসিন্দা অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে ভবন মালিক আবু জাফরের বিরুদ্ধে সিডিএ’র বিশেষ আদালতের বরাবরে অভিযোগ দায়ের করেন। বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিডিএ’র অথরাইজড বিভাগকে নির্দেশ দেন। তদন্তে বিবাদীর বিরুদ্ধে ‘ইমারত নির্মাণ আইন ১৯৫২’-এর ১২ (১) ও ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ ’-এর ৪৪ ধারায় অভিযোগ আনা হয়।
অথরাইজড কর্মকর্তা প্রকৌশলী মনজুর হাসান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ভবনের অবৈধ অংশ ভেঙ্গে ফেলতে আদালতে আবেদন করেন। সে অনুযায়ি অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়েছে।’