বাসস দেশ-২৪ : হলি আর্টিজান হামলা মামলায় তিন নতুন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

223

বাসস দেশ-২৪
শুনানী-হলি আর্টিজান-মামলা
হলি আর্টিজান হামলা মামলায় তিন নতুন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ
ঢাকা, ১৬ জুলাই, ২০১৯ (বাসস): রাজধানীর গুলশান এলাকায় হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত আজ তিনজন নতুন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে।
সাক্ষীরা হলেন, ফাইরাস মালিহা, আলম চৌধুরী এবং একজন ১৬ বছরের এক কিশোর। এদের মধ্যে মালিহা ও ওই ছেলেটির সাক্ষ্য গ্রহণ করা হয় এবং আলম চৌধুরীর সাক্ষ্য আগামী শুনানীর দিন নেয়া হবে।
সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান আজ সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৩ জুলাই পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।
এই মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ৭০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের ওই রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় ২০ জন সাধারণ মানুষ নিহত হয়। এদের মধ্যে বেশিরভাগ বিদেশি। তাদের উদ্ধার অভিযানের সময় দুই পুলিশ কর্মকর্তা মারা যান। পরে এক কমান্ডো অপারেশনে পাঁচ জঙ্গি নিহত হয়।
এ ঘটনায় পুলিশ গুলশান থানায় একটি মামলা দায়ের করে।
এই মামলায় ২০১৮ সালের ২৬ নভেম্বর অভিযুক্ত আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন, জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী, রাকিবুল হাসান রেজান, রাশেদুল ইসলাম রাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।
বাসস/সংবাদদাতা/অনু-এএএ/১৮৪০/আরজি