পাকিস্তানের আকাশসীমা আবারো উন্মুক্ত

269

করাচি, ১৬ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : পাকিস্তান মঙ্গলবার বেসামরিক বিমান চলাচলের জন্যে তাদের আকাশসীমা পুনরায় পুরোপুরি খুলে দিয়েছে। ভারতের সাথে যুদ্ধ বেঁধে যাওয়ার অবস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কয়েকমাস আগে দেশটির আকাশীসীমা বন্ধ করে দেয়হ হয়েছিল।
সরকারি সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) জানায়, সব ধরণের বেসামরিক বিমানের জন্যে পাকিস্তানের আকাশ অবিলম্বে উন্মুক্ত হচ্ছে।
সিএএ’র একজন মুখপাত্র ভারতীয় সীমান্ত সংলগ্ন পূর্বাঞ্চলের আকাশ খুলে দেয়ার বিষয়টিও নিশ্চিত করেন।
চলতি বছর ফেব্রুয়ারিতে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশে হামলা পাল্টা হামলার ঘটনার পর ইসলামাবাদ তার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে ভারতসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে সমস্যা তৈরি হয়।