বরগুনায় রিফাত হত্যাকান্ডে সংশ্লিষ্টতার অভিযোগে স্ত্রী মিন্নি গ্রেফতার

693

বরগুনা, ১৬ জুলাই, ২০১৯ (বাসস) : বরগুনার চাঞ্চল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যাকান্ডে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করা হয়েছে। আজ রাত ৯টায় পুলিশ মিন্নিকে গ্রেফতার দেখিয়েছে।
বরগুনা পুলিশ (এসপি) সুপার মারুফ হোসেন আজ মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে মিন্নিকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার সকালে মিন্নি ও তার পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছিলো। মঙ্গলবার দুপুরে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসপি মারুফ হোসেন সে বিষয়টিও নিশ্চিত করেছিলেন।
২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।