ফিলিপাইনে সিদ্ধ চাল রফতানি করা হবে : কৃষিমন্ত্রী

151

ঢাকা, ১৫ জুলাই ২০১৯ (বাসস) : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, অচিরেই বাংলাদেশ থেকে ফিলিপাইনে সিদ্ধ চাল রফতানি করা হবে।
আজ সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎকালে দেশটির রফতানিকারকদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ থেকে চাল কেনার আগ্রহের কথা জানান।
রফতানিকারকদের নেতৃত্ব দেন ফিলিপাইনের বেলজিয়াম ন্যাশনাল কোম্পানী, এইচএলডব্লিউসি’র মার্কস কল।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে বছরে চাল উদ্বৃত্ত থাকে প্রায় ১০ লাখ টন। চাল রপ্তানি ধীরে ধীরে বৃদ্ধি করা হবে। অন্যান্য দেশ থেকে আমাদের চালের দাম ভালো এবং বিদেশি ক্রেতাদের এতে আগ্রহ রয়েছে।
চাল রফতানিকারক অন্যান্য দেশ থেকে বাংলাদেশের চালের দাম ভালো হওয়ায় বিদেশি ক্রেতাদের আগ্রহ রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ফিলিপাইনের সঙ্গে রফতানি বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এটি আমাদের জন্য অমিত সম্ভাবনার দেশ হতে পারে।
আলাপকালে মার্কস বলেন, বাংলাদেশের বিভিন্ন জাতের চালের নমুনা সংগ্রহ করে গুণগতমান যাচাই করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে ১ লাখ টন চাল কেনা হবে এবং ভবিষতে তা অব্যাহত থাকবে।
বাংলাদেশের চাল মান ও দামের দিক দিয়েও অনেক ভালো, আর ফিলিপাইনের মানুষ সিদ্ধচাল পছন্দ করে বলেও জানান তিনি।