বাজিস-১২ : সিলেটে টিলা-পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া হচ্ছে

328

বাজিস-১২
সিলেট-অভিযান
সিলেটে টিলা-পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া হচ্ছে
সিলেট, ১৫ জুলাই ২০১৯ (বাসস) : টানা বৃষ্টির মধ্যে সিলেটে পাহাড়-টিলা ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
আজ সোমবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ও সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটে পাহাড়-টিলার ধসের শঙ্কা দেখা দেওয়ায় এ অভিযান চালানো হয়েছে। আজ সদর উপজেলার বহর ২, গুচ্ছগ্রাম ও সিরাজনগর এলাকায় ঝুঁকিপূর্ণ টিলার পাশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
তিনি জানান, নগরীর জগদিশ টিলা নামে একটি ঝুঁকিপূর্ণ পাহাড়ের খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আগামিকাল মঙ্গলবার তাদের ব্যাপারে উদ্যোগ নেবে সিসিক।
বাসস/সংবাদদাতা/২০১৫/এমকে