বাসস দেশ-২৩ : জগন্নাথ হল বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী

111

বাসস দেশ-২৩
জগন্নাথ-শিক্ষার্থী-বৃত্তি
জগন্নাথ হল বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী
ঢাকা, ১৫ জুলাই, ২০১৯ (বাসস) : শিক্ষাক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের ১৫ জন শিক্ষার্থী ‘জগন্নাথ হল বৃত্তি’ লাভ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলেন- আনন্দ চন্দ্র সরকার (লোকপ্রশাসন), রনি দে(ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স), নিলয় চন্দ্র দত্ত (রসায়ন), জয়ন্ত চন্দ্র বর্মন, অনিক বাকালী (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট),সত্যজিৎ দাস (সংস্কৃত),প্রশান্ত বালা(ভাষাবিজ্ঞান),দীপক চন্দ্র বর্মণ (ফার্মেসি), সিদ্ধার্থ রায়(সমাজবিজ্ঞান),আশিক কুমার বাসফোর (ম্যানেজমেন্ট),আকাশ কান্তি দে (টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি), জয় হালদার (নৃবিজ্ঞান), সজীব কুমার দে, ইন্দ্রজিৎ বিশ্বাস (রাষ্ট্রবিজ্ঞান) এবং পলাশ চন্দ্র বর্মণ (মনোবিজ্ঞান)।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান,সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৮৫৫/কেজিএ