বাসস দেশ-২০ : দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর ‘মিনিস্টার-ইন-ওয়েটিং’র দায়িত্ব পালন করছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান

255

বাসস দেশ-২০
সাইফুজ্জামান – মিনিস্টার-ইন-ওয়েটিং
দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর ‘মিনিস্টার-ইন-ওয়েটিং’র দায়িত্ব পালন করছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান
ঢাকা, ১৫ জুলাই, ২০১৯ (বাসস) : সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক ইয়োনের ‘মিনিস্টার-ইন-ওয়েটিং’ হিসেবে দায়িত্ব পালন করছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
‘মিনিস্টার-ইন-ওয়েটিং’ বন্ধুপ্রতিম দু’টি রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় সুপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দক্ষিণ কোরিয়ার মত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ‘মিনিস্টার ইন ওয়েটিং’র দায়িত্ব পালন খুবই গুরুত্ববহ। সাধারণত সফররত রাষ্ট্র ও সরকার প্রধানের ‘মিনিস্টার ইন ওয়েটিং’র দায়িত্ব কে পালন করবেন তার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদনের প্রয়োজন হয়।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক-ইয়োন তিন দিনের সরকারি সফরে গত শনিবার ঢাকায় পৌঁছেন।
বাসস/সবি/জেডআরএম/১৮৪০/-জেজেড