বাজিস-৮ : পঞ্চগড়ে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

140

বাজিস-৮
পঞ্চগড়- সেমিনার
পঞ্চগড়ে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পঞ্চগড়, ১৫ জুলাই ২০১৯ (বাসস): জেলার দেবীগঞ্জে বৈদেশিক কর্মস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক এক সেমিনার আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক কর্মকর্তা মো. মনজুরুল।
সভাপতির বক্তব্যে ইউএনও প্রত্যয় হাসান বলেন, বাস্তব প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জনেই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়। সরকার বিদেশে জনশক্তি প্রেরণের লক্ষ্যে জেলা-উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ব্যাপক আকারে প্রচারসহ প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছে।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যাদ্বয় বাবুল হোসেন সরকার ও রিতু আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/সংবাদদাতা/১৭৫০/এমকে