বাজিস-৬ : ঝালকাঠিতে আমন চাষের জন্য বিনামূল্যে বীজ বিতরণ শুরু

285

বাজিস-৬
ঝালকাঠি- বীজ বিতরণ
ঝালকাঠিতে আমন চাষের জন্য বিনামূল্যে বীজ বিতরণ শুরু
ঝালকাঠি, ১৫ জুলাই ২০১৯ (বাসস): জেলায় এবছর আমন মৌসুমে ৪৮ হাজার ৬৩ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি বিভাগ।এলক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকার সাড়ে ১৭ মে. টন আমন বীজ বরাদ্দ দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুর রহমান জানান, জেলার কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য সরকার সাড়ে ১৭ মে. টন আমন বীজ বরাদ্দ দিয়েছে। ইতিমধ্যে কৃষকদের মাঝে বীজ বিতরণ শুরু হয়েছে।ইতিমধ্যেই বীজতলা তৈরি করা শুরু করেছেন কৃষকরা।
তিনি জানান, জেলায় তিনহাজার ৩৭৫ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও দু’শ জন কৃষককে ১ বিঘা জমিতে প্রদর্শনী চাষাবাদের জন্য ৫ কেজি করে বীজ, ২২ কেজি ইউরিয়া সারসহ এমওপি, টিএসপি ও জিপসাম সার সহ ৪৪ কেজি সার এবং ১ হাজার করে টাকা প্রদান করা হবে।
বাসস/সংবাদাদাতা/১৬৪০/এমকে