বাজিস-৫ : পঞ্চগড়ে সরকারিভাবে ৩শ’ পরিবারের গৃহনির্মাণ কাজের উদ্ধোধন

216

বাজিস-৫
আশ্রায়ন-২ প্রকল্প
পঞ্চগড়ে সরকারিভাবে ৩শ’ পরিবারের গৃহনির্মাণ কাজের উদ্ধোধন
পঞ্চগড়, ২০ জুন, ২০১৮ (বাসস) : যার জমি আছে, ঘর নেই, তার নিজ জমিতে ঘর নির্মাণ, আশ্রায়ন-২ প্রকল্পের অধীন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ৩শ’ পরিবারের জন্য ৩শ’ ঘর সরকারিভাবে নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। সরকার প্রতিটি ঘর নির্মাণের জন্য ১ লাখ টাকা করে বরাদ্দ প্রদান করেছেন। ৩ কোটি টাকা ব্যয়ে ৩শ’ ঘর নির্মাণ কাজের বাস্তবায়ন করবেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়-২, আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে এ নির্মাণ কাজের উদ্ধোধন ঘোষণা করেন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন এবং গৃহ পাওয়া পরিবারের প্রধানগন উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৩৫/-আরজি