বাসস প্রধানমন্ত্রী-১ : বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন কোরিয়ার প্রধানমন্ত্রীর

154

বাসস প্রধানমন্ত্রী-১
কোরিয়া-প্রধানমন্ত্রী-শ্রদ্ধা
বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন কোরিয়ার প্রধানমন্ত্রীর
ঢাকা, ১৫ জুলাই, ২০১৯ (বাসস): দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক ইয়োন আজ তার তিন দিনের বাংলাদেশ সফর শেষের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
কোরিয়ার প্রধানমন্ত্রী আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার ও অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কউন্সিলের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন যাদুঘর চত্বরে লীকে অভ্যর্থনা জানান।
কোরিয়ার প্রধানমন্ত্রীকে জাতির পিতার জীবনী সম্পর্কে অবহিত করা হয়। তিনি বঙ্গবন্ধুর নাতনী সায়মা ওয়াজেদ হোসেনের সঙ্গে যাদুঘর ঘুরে দেখেন।
পরে লী দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বাসস/এএসজি/টিএ/অনু-এমএসআই/আহো/১৫০০/আরজি