বাসস দেশ-১৩ : সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি তথ্য সচিবের আহ্বান

155

বাসস দেশ-১৩
বার্ষিক-কর্মসম্পাদক-সাক্ষর
সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি তথ্য সচিবের আহ্বান
ঢাকা, ২০ জুন, ২০১৮ (বাসস) : তথ্য সচিব আবদুল মালেক সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে জনগণের সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
তথ্য অধিদপ্তরের সাথে আঞ্চলিক তথ্য অফিসসমূহের বার্ষিক কর্মসম্পাদন স্বাক্ষর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবদুল মালেক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে বলেই স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করছে। তাই গণমাধ্যমের উচিত জনগণের স্বার্থে সরকারের ভালো কাজে সহযোগিতা করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য দেশের উন্নয়ন করছেন। কিন্তু কিছু অপশক্তি উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে।
প্রধান তথ্য অফিসার (পিআইও) কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বি বক্তব্য রাখেন।
পরে চট্টগ্রাম আঞ্চলিক উপ-প্রধান তথ্য অফিসার আজিজুল হক, খুলনা আঞ্চলিক উপ-প্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল এবং রাজশাহী আঞ্চলিক উপ-প্রধান তথ্য অফিসার ফারুক মো. আব্দুল মমিন বার্ষিক কর্মসম্পাদনে স্বাক্ষর করেন।
বাসস/এএসজি/বিকেডি/১৭২৫/আহা/-আরজি