পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে ৫ কোটি ৪৭ লক্ষ টাকা ঋণ বিতরণ

235

পিরোজপুর, ১৫ জুলাই,২০১৯( বাসস): মুক্তিযোদ্ধাদের স্বাবলম্বী করতে সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থ বছরে ১৯১ জন মুক্তিযোদ্ধার মাঝে ৫ কোটি ৪৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের চালু করা মুক্তিযোদ্ধা ঋণ বিতরণ কার্যক্রম পিরোজপুরের সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় সঠিকভাবে চলছে। জেলার সোনালী ব্যাংক পিরোজপুর অঞ্চলের ১০টি শাখায় এ ঋণ বিতরণ করা হয়েছে।
পিরোজপুর সদরে ২৮ জন মুক্তিযোদ্ধার মাঝে ৭৩ লক্ষ টাকা, নাজিরপুরে ১৪ জন মুক্তিযোদ্ধার মাঝে ৪২ লক্ষ টাকা, মঠবাড়িয়ায় ৪১ জন মুক্তিযোদ্ধার মাঝে ১ কোটি ২৩ লক্ষ টাকা, ভান্ডারিয়ায় ৬২ জন মুক্তিযোদ্ধার মাঝে ১ কোটি ৭৪ লক্ষ টাকা, কাউখালীতে ১৭ জন মুক্তিযোদ্ধার মাঝে ৪৯ লক্ষ টাকা, স্বরূপকাঠীতে ২১ জন মুক্তিযোদ্ধার মাঝে ৬২ লক্ষ টাকা এবং ইন্দুরকানীতে ৮ জন মুক্তিযোদ্ধার মাঝে ২৪ লক্ষ টাকা দেয়া হয়েছে। সোনালী ব্যাংক পিরোজপুর অঞ্চলের এজিএম বিভাষ চন্দ্র হালদার জানান মুক্তিযোদ্ধাদের ঋণ বিতরণে কোন ধরনের অনিয়ম হয়নি। ঋণের পরিমাণ অনুযায়ী তাদের মাসিক সম্মানি ভাতা থেকে ঋণের কিস্তি কর্তন করে নেয়া হয়। মুক্তিযোদ্ধাদের প্রদেয় ঋণ শতভাগ আদায় হয়।