বাসস দেশ-২ : ১০৯০ নম্বরে ফোন করলে দুর্যোগের তথ্য জানা যাবে

193

বাসস দেশ-২
দুর্যোগ-নম্বর
১০৯০ নম্বরে ফোন করলে দুর্যোগের তথ্য জানা যাবে
ঢাকা, ১৫ জুলাই, ২০১৯ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টোল ফ্রি ১০৯০ নম্বরে ডায়াল করে যেকোন দুর্যোগের আগাম তথ্য আদান-প্রদান করা যাবে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দুর্যোগ পরিস্থিতি মনিটরিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি) সপ্তাহে ৭দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
বিজ্ঞপ্তিতে দুর্যোগ সংক্রান্ত যে কোন তথ্য আদান-প্রদানের জন্য টোল ফ্রি নম্বর ছাড়াও এনডিআরসিসি’র মোবাইল নম্বর- উপসচিব ০১৮৪১৩১৮৭৪৫, টেলিফোন নম্বর- ৯৫৪৫১১৫, ৯৫৪৯১১৬, ৯৫৪০৪৫৪, ফ্যাক্সনম্বর-৯৫৪০৫৬৭, ৯৫৭৫০০০ এবং Email:[email protected]/ [email protected] নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়।
বাসস/সবি/এমএসএইচ/১৩১২/-এমএসআই