বাংলাদেশ আরসিজি-এর চেয়ার নির্বাচিত

371

ঢাকা, ১৯ মার্চ, ২০১৮ (বাসস) : দুর্যোগ মোকাবেলায় সমন্বয় কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ (আরসিজি)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ২০১৮ সালের জন্য আরসিজির চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
এর আগে ২০১৭ সালে এর চেয়ারম্যান ছিল সিঙ্গাপুর। বাংলাদেশ চেয়ার নির্বাচিত হওয়ার ফলে সিঙ্গাপুর সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ক্রেস্ট উপহার দেন।
আজ সোমবার মন্ত্রিসভায় সেই ক্রেস্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। এ সময়ে মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল উপস্থিত ছিলেন।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ইউএনওসিএইচএ’র উদ্যোগে সিভিল-মিলিটারি সমন্বয়ের মাধ্যমে বড় ধরণের দুর্যোগ মোকাবেলা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ২০১৪ সালে মানবিক সহযোগিতার ক্ষেত্রে একক প্লাটফরম হিসেবে ‘রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ (আরসিজি)’ গঠন করা হয়।