বাসস দেশ-২৭ : বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১ হাজার ৩৬৮ টি মেডিকেল টিম গঠন

156

বাসস দেশ-২৭
বন্যা-মেডিকেল -টিম
বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১ হাজার ৩৬৮ টি মেডিকেল টিম গঠন
ঢাকা, ১৪ জুলাই, ২০১৯ (বাসস) : দেশের সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যা কবলিত জেলার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ৩৬৮ টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়াও ১ হাজার ১৮৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যার মধ্যে চট্টগ্রামে ৪৭৯টি, কক্সবাজারে ৫৩৮টি, রাঙ্গামাটিতে ৮২টি এবং ফেনীতে ৮৮টি। গত কয়েকদিনে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাজনিত কারণে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে ৬ জন, বজ্রপাতে ৩ জন এবং সাপের কামরে ২ জন মারা গেছে। এছাড়াও ডায়রিয়া, আরটিআই, চর্মরোগ, চোখের প্রদাহসহ বিভিন্ন রোগে মোট ৫৫২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডায়রিয়াতে ২০২ জন আক্রান্ত হয়েছে।
হেলথ ইসার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার বাসসকে এ কথা জানান।
তিনি জানান, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বেশ বৃষ্টিপাত হচ্ছে। প্রতিবেশী দেশ ভারত ও নেপালেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এ কারণে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাসমূহের সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা গেছে, বন্যা কবলিত মোট জেলাগুলো হল, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবন, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।
বন্যাকালিন সময় এবং পরিবর্তী সময়ের প্রস্তুতির বিষয়ে আয়শা আক্তার বলেন, সংশ্লিষ্ট সকল জেলা এবং উপজেলার মেডিকেল সাব-ডিপো ও জেলা রিজার্ভ স্টোরগুলোতে পর্যাপ্ত পরিমাণ আইভি ফ্লুইড (শিরায় দেয়ার স্যালাইন), খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি, হার্টম্যান’স স্যালাইন, এন্টিবায়োটিক, এন্টি স্নেক ভেনম ও অন্যান্য ঔষধ মজুদ আছে। এছাড়াও সিএমএসডিতে ২০% অতিরিক্ত ঔষধ মজুদ আছে বলেও জানান তিনি।
বাসস/বিকেডি/১৮৪৫/অমি