বাসস দেশ-৯ : ফুলবাড়ীতে শিশু ধর্ষণ ঘটনায় পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

185

বাসস দেশ-৯
হাইকোর্ট-আদেশ
ফুলবাড়ীতে শিশু ধর্ষণ ঘটনায় পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট
ঢাকা, ১৪ জুলাই, ২০১৯ (বাসস) : দিনাজপুরের ফুলবাড়ীতে চতুর্থ শ্রেণীর বুদ্ধিপ্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের ঘটনা সালিশ করে ১৪ হাজার টাকায় মিমাংসার ঘটনায় স্থানীয় প্রশাসনের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে এ ব্যাপারে দোষীদের গ্রেফতার, নারী নির্যাতন ও চাঁদাবাজি মামলা হয়েছে কিনা- তাও জানতে চেয়েছে আদালত। ২১ জুলাইয়ের মধ্যে ওই জেলার পুলিশ সুপার (এসপি), স্থানীয় ওসি ও ইউএনও এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তাও জানানোর জন্য ডেপুটি এটর্নি জেনারেলের প্রতি আদেশ দিয়েছে আদালত।
এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন আদালতের নজরে আনার পর আজ রোববার এ আদেশ দেয় বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ।
বাসস/এএসজি/ডিএ/১৫১০/-এমএসআই