স্পিকারের সঙ্গে সিপিএ সেক্রেটারি জেনারেল আকবর খানের সাক্ষাৎ

255

ঢাকা, ১৪ জুলাই, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গতকাল নিউইয়র্কে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সেক্রেটারি জেনারেল আকবর খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা সিপিএ’র কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পরে ড. শিরীন শারমিন নিউইয়র্কে জাতিসংঘের ইকোসক চেম্বারে হাই লেভেল পলিটিক্যাল ফোরাম (এইচএলপিএফ) এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এর আগে এইচএলপিএফ-এ অংশগ্রহণ উপলক্ষে নিউইয়র্ক সফরররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ‘কার্যকর উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক অংশীদারিত্ব (জিপিইডিসি)’ এর সিনিয়র-লেভেল মিটিং (এসএলএম)-এ অংশ নেন।
প্রথমবারের মতো আয়োজিত জিপিইডিসি’র সিনিয়র লেভেল মিটিং এ ফোরামটির কো-চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। ড. শিরীন শারমিন চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৪ সালের ৮ অক্টোবর সিপিএ নির্বাহী কমিটির ২১তম চেয়ারপার্সন নির্বাচিত হন এবং ২০১৭ সালের ৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ২০১৭ সালের ১ থেকে ৮ নভেম্বর বাংলাদেশ সিপিএ’র ৬৩তম সম্মেলন সফলভাবে আয়োজন করে।