বাজিস-৬ : পিরোজপুরে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত

148

বাজিস-৬
পিরোজপুর- ভূমি উন্নয়ন কর
পিরোজপুরে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত
পিরোজপুর, ১৪ জুলাই, ২০১৯ (বাসস) : জেলায় গত ২০১৮-১৯ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হয়েছে। গত ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে জেলার ৭ উপজেলার ৪৮টি ইউনিয়ন ভূমি অফিস ও ৪টি পৌর ভূমি অফিস ৪ কোটি ৩১লক্ষ ২৩হাজার ৫শত ৪৪টাকা ভূমি উন্নয়ন কর আদায় করেছে।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার একটি সূত্র জানিয়েছে, ২০১৮-১৯ অর্থ বছরে এ জেলায় সবচেয়ে বেশি ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে মঠবাড়িয়া উপজেলায়। সেখানে আদায়ের পরিমান ১ কোটি ৩৭ লক্ষ ৯ হাজার ২৪ টাকা। এছাড়া নাজিরপুরে ৪২ লক্ষ ৭৪হাজার ৫শত ১৮টাকা, নেছারাবাদে ৭০লক্ষ ১৮ হাজার ৫৪২টাকা, কাউখালীতে ২১লক্ষ ৪৩ হাজার ৪শত ৭১টাকা, পিরোজপুর সদরে ৭৫লক্ষ ৯হাজার ৭শত ৩৫টাকা, ইন্দুরকানীতে ৩০লক্ষ ৩৭ হাজার ২২৩টাকা এবং ভান্ডারিয়ায় ৫০লক্ষ ৮৫হাজার ২শত ৩৮টাকা আদায় হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৪০০/নূসী