বাসস ক্রীড়া-১৫ : চলমান বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ডই

265

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিশ্বকাপ-ফাইনাল
চলমান বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ডই
লন্ডন, ১৩ জুলাই, ২০১৯ (বাসস) : আগামীকাল ফাইনাল দিয়ে পর্দা নামছে দ্বাদশ বিশ্বকাপের। দু’টি সেরা দলই লর্ডসের ফাইনালে মঞ্চে ব্যাট বলের লড়াই করবে। দল দু’টি হলো- স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কন্ডিশন, শক্তি ও পারফরমেন্সের বিচারে অনেকখানি এগিয়ে ইংল্যান্ড। পিছিয়ে থাকলেও ফাইনালের মঞ্চে সেরাটাই দিবে নিউজিল্যান্ড। এটি বলার অপেক্ষা রাখে না। তবে লর্ডসের ফাইনালের আগে ব্যাট-বল হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছে ইংল্যান্ডের খেলোয়াড়রা।
লিগ পর্বে ৯টি ম্যাচ খেলার সুযোগ পায় ইংল্যান্ড। ৯টি ম্যাচের মধ্যে ছয়বারই ৩’শর বেশি রান করে ইংলিশরা। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ৩৯৭ রান হলো এবারের বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় রান। লিগ পর্বে ইংল্যান্ডের মোট রান ২৭১৬। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৬সহ এবারের আসরে ফাইনালের তাদের সর্বমোট রান ২৯৮২।
দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন জো রুট। ১০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫৪৯ রান করছেন রুট। এরপরই আছেন ওপেনার জনি বেয়ারস্টো। ১০ ইনিংসে ২টি করে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরিতে ৪৯৬ রান রয়েছে বেয়ারস্টোর।
রুট-বেয়ারস্টোর পর ইংল্যান্ডের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান আরেক ওপেনার জেসন রয়ের। ৭ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪২৬ রান তার।
বোলিং-এ ইংল্যান্ডের সফল বোলার জোফরা আর্চার। ১০ ইনিংসে ১৯ উইকেট নিয়েছেন তিনি। তারপরই আছেন পেসার মার্ক উড। ৯ ইনিংসে ১৭ উইকেট রয়েছে উডের। এবারের আসরে ইংল্যান্ডের বোলাররা এ পর্যন্ত উইকেট শিকার করেছেন ৮৭টি।
ব্যাটিং-বোলিং এর পরিসংখ্যানে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে নিউজিল্যান্ড। ফাইনালের আগে নিউজিল্যান্ডের সর্বমোট রান ১৯১৩ রান। বোলাররা উইকেট শিকার করেছেন ৭৭টি। ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের রানের ব্যবধান ১০৬৯। উইকেট শিকারেও পিছিয়ে নিউজিল্যান্ড। ১০টি উইকেট বেশি শিকার করেছে ইংলিশরা।
নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন। ৮ ইনিংসে ১৮ উইকেট শিকার তার। ট্রেন্ট বোল্টের উইকেট ১৭টি। অন্য দু’পেসার ম্যাট হেনরি ও জেমস নিশামও উইকেট শিকারে পারদর্শীতা দেখিয়ছেন। হেনরি ১৩ ও নিশাম ১২ উইকেট নিয়েছেন।
ফাইনালে আগে চলমান বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের শীর্ষ পাঁচ খেলোয়াড়ের পারফরমেন্স :
ইংল্যান্ড ব্যাটিং :
খেলোয়াড় ইনিংস রান
জো রুট ১০ ৫৪৯
জনি বেয়ারস্টো ১০ ৪৯৬
জেসন রয় ৬ ৪২৬
বেন স্টোকস ৯ ৩৮১
ইয়োইন মরগান ৯ ৩৬২
ইংল্যান্ড বোলিং :
খেলোয়াড় ইনিংস উইকেট
জোফরা আর্চার ১০ ১৯
মার্ক উড ৯ ১৭
ক্রিস ওকস ১০ ১৩
আদিল রশিদ ১০ ১১
লিয়াম প্লাংকেট ৬ ৮

নিউজিল্যান্ড ব্যাটিং :
খেলোয়াড় ইনিংস রান
কেন উইলিয়ামসন ৮ ৫৪৮
রস টেইলর ৮ ৩৩৫
জেমস নিশাম ৭ ২১৩
কলিন ডি গ্র্যান্ডহোম ৭ ১৭৪
মার্টিন গাপটিল ৯ ১৬৭
নিউজিল্যান্ড বোলিং :
খেলোয়াড় ইনিংস উইকেট
লুকি ফার্গুসন ৮ ১৮
ট্রেন্ট বোল্ট ৯ ১৭
ম্যাট হেনরি ৮ ১৩
জেমস নিশাম ৮ ১২
মিচেল স্ট্যানার ৮ ৬
বাসস/এএসজি/এএমটি/২০০০/স্বব