বাসস ক্রীড়া-১৩ : লর্ডসে থাকবে ভারতীয় ঢেউ

118

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিশ্বকাপ
লর্ডসে থাকবে ভারতীয় ঢেউ
লন্ডন, ১৩ জুলাই, ২০১৯(বাসস): লর্ডসে আগামীকাল রোববার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডের কথা ভাবলেও কেউই ভাবেননি টুর্নামেন্টের ফাইনাল খেলবে নিউজিল্যান্ড। ভারত ফাইনাল খেলবে অনেকেই এমনটা আশা করেছিলেন। আর বৃটেনে বসবাসকারী ভারতীয়রা নিজ দলকে সমর্থন যোগাতে অনেক আগেই ফাইনালের টিকিট কিনে রেখেছিলেন। যে কারণে মোট টিকিটের অর্ধেকের বেশিই রয়েছে ভারতীয় সমর্থকদের কব্জায়। লর্ডসে ভিড় জমাবেন ভারতীয় সমর্থকরা। আসলে ফাইনালের সব টিকিট আগে থাকতেই বিক্রি হয়ে গিয়েছে।
দল নেই। তবু ১৪ জুলাই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখতে লর্ডসে ভিড় জমাবেন ভারতীয় সমর্থকরা। আসলে ফাইনালের সব টিকিট আগে থাকতেই বিক্রি হয়ে গেছে। যার অধিকাংশেরই ক্রেতা ভারতীয়রা। প্রবাসী ভারতীয় বা ওখানে পর্যটক হিসেবে বা কর্মসূত্রে থাকা ভারতীয়রা সেমিফাইনালে ভারত জিতবে ধরে নিয়ে আগে থেকেই টিকিট কিনে রেখেছিলেন। জানা যাচ্ছে, ‘ক্রিকেটের মক্কা’য় ফাইনালের মহা সংগ্রাম দেখতে হাজির থাকবেন তাঁরা। তবে এমনটাও মনে করা হচ্ছিল, হয়তো অনেকেই ভারত হেরে যাওয়ার পরে তাঁদের টিকিট বেচে দেবেন। কিন্তু আইসিসি’র টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যাচ্ছে তার পরিমাণ খুবই কম।
আইসিসি’র নিয়ম হল, টিকিট কিনতে গেলে ওয়েবসাইটে ঢুকে ক্রেতাকে রেজিস্ট্রেশন করতে হয়। কেউ যদি তাঁর টিকিট বিক্রি করতে চান তাহলে ইমেলের সূত্রে তা জানতে পারা যায়।
আইসিসির মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘টিকিটের চাহিদা যথেষ্ট থাকলেও খুব বেশি ক্রেতা নিজেদের টিকিট বেচতে রাজি নন। আগ্রহ তৈরি হচ্ছে। আমাদের মঞ্চ থেকে চাইলে তাঁরা বিক্রি করতে পারেন।”
সেমিফাইনালে ইংল্যান্ড জিতে যাওয়ার ফলে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরাও গ্যালারি ভরাতে আসবেন সেরকম মনে করা হচ্ছে।
এক আইসিসি সূত্র জানাচ্ছে, সেমিফাইনাল ও ফাইনাল দেখতে যে সব ভারতীয়রা এখানে এসেছেন, তাঁরা সেই হিসেবেই হোটেল বুক করেছেন বা বিমানের টিকিট বুক করেছেন। লর্ডসের ফাইনাল দেখার সুযোগ তাঁরা হাতছাড়া করতে রাজি নন। ফলে টিকিট বিক্রিতে আগ্রহ নেই তাঁদের।
বাসস/স্বব/১৮৪৫/মোজা/নীহা