বাসস ক্রীড়া-১২ : টিকিট বিক্রি করে দিতে ভারতীয় সমর্থকদের প্রতি নিশামের আবেদন

118

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বিশ্বকাপ
টিকিট বিক্রি করে দিতে ভারতীয় সমর্থকদের প্রতি নিশামের আবেদন
লন্ডন, ১৩ জুলাই, ২০১৯(বাসস): আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসরের ফাইনালে আগামীকাল লর্ডসে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই ভারতকে ফাইনালে বিবেচনা করছিলেন। সঙ্গত কারণেই ফাইনালের অর্ধেকের বেশি টিকিট রয়েছে ভারতীয়দের হাতে
ধরেই নেওয়া হয়েছিল বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত। যে কারণে ভারতীয়রা তথা ভারতীয় সমর্থকরা আগেই ফাইনালের টিকিট কেটে ফেলেছিলেন। কিন্তু সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছেন বিরাট কোহলিরা । এই অবস্থায় নিউজিল্যান্ড অল-রাউন্ডার জেমস নিশাম ভারতীয় সমর্থকদের কাছে টিকিট ছেড়ে দেয়ার আহবান জানিয়েছেন। যাতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সমর্থকরা ফাইনাল ম্যাচ দেখতে পারে। গোটা লিগ পর্বে দেশকে সমর্থন করতে গ্যালারি মাতিয়েছেন ভারতীয়রা। এই অবস্থায় ফাইনালের স্বপ্নে মশগুল ভারতীয়রা অনেক বেশি টাকা খরচ করেছে ফাইনালের জন্যও লর্ডসের গ্যালারিতে নিজেদের আসন বুক করে ফেলেছিলেন। ভারতীয় সমর্থকদের প্রতি নিশামের আবেদন.‘ সত্যিকারের অন্য ভক্তদের জন্য বকেটু দয়ালু হোন।’
টুইটারে নিশাম লিখেছেন, ‘প্রিয় ভারতীয় ক্রিকেটভক্তরা, আপনারা যদি ফাইনাল ম্যাচে মাঠে আসতে না চান আর তা হলে দয়া করে আপনাদের টিকিটগুলো অফিশিয়াল প্ল্যাটফর্মে বিক্রি করে দিন। অনেকেই বেশি লাভের কথা ভাববেন কিন্তু বাকি ক্রিকেটভক্তদের সুযোগ করে দিন।’
বাসস/স্বব/১৮৪০/মোজা/নীহা