বাসস দেশ-১০ : জাসদ সুশাসন প্রতিষ্ঠাকে নতুন পর্বের রাজনীতির চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছে : ইনু

129

বাসস দেশ-১০
জাসদ-সভা
জাসদ সুশাসন প্রতিষ্ঠাকে নতুন পর্বের রাজনীতির চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছে : ইনু
ঢাকা, ১৩ জুলাই, ২০১৯ (বাসস) : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জাসদ সুশাসন প্রতিষ্ঠাকে নতুন পর্বের রাজনীতির চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছে।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন ও সমৃদ্ধির প্রচেষ্টা চলছে তা টেকসই করতে জঙ্গি দমনের মতই সুশাসনের প্রশ্নে সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আজ শনিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার কক্ষে জাসদ জাতীয় কমিটির উদ্বোধনী সভায় স্বাগত বক্তৃতায় এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, সুশাসনের জন্য রাজনৈতিক-সামাজিক শক্তিকে এখনই সোচ্চার হতে হবে।
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন প্রমুখ এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বাসস/সবি/জেডআরএম/১৬১৬/আরজি