বাসস ক্রীড়া-৮ : ইন্টারের আগ্রহ সত্ত্বেও ইউনাইটেডেই থাকছেন লুকাকু

133

বাসস ক্রীড়া-৮
ফুটবল-লুকাকু
ইন্টারের আগ্রহ সত্ত্বেও ইউনাইটেডেই থাকছেন লুকাকু
লন্ডন, ১৩ জুলাই ২০১৯ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু। বেশ কিছুদিন ধরেই ইতালিয়ান সিরি-এ জায়ান্ট ইন্টার মিলানের সাথে তার আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে আসন্ন মৌসুমে ইন্টারের কোচ হিসেবে এন্টোনিও কন্টে যোগ দেবার পর থেকেই ২৬ বছর বয়সী লুকাকুকে দলে ভেড়াতে তৎপর হয়ে উঠে ইতালিয়ান জায়ান্টরা।
যদিও এ সম্পর্কে এখনো প্রকাশ্যে কোন কিছুই শোনা যায়নি। দুই বছর আগে এভারটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন লুকাকু। রেড ডেভিলসদের হয়ে এ পর্যন্ত ৯৬ ম্যাচে করেছেন ৪২ গোল। এখনো তার সাথে ইউনাইটেডের তিন বছরের চুক্তি বাকি আছে। সূত্রমতে ইউনাইটেড তাদের এই তারকাকে ছেড়ে দেবার কোন আগ্রহ এ পর্যন্ত দেখায়ানি। তবে ইতোমধ্যেই ৫০ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসেল মিডফিল্ডার সিন লংস্টাফকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইউনাইটেড।
উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র আইন ভঙ্গ করার শাস্তির মেয়াদ মে মাসে শেষ করেছে ইন্টার। ১৯৯ সালে স্ট্রাইকার ক্রিস্টিয়ান ভিয়েরিকে ৪৪.৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল ইন্টার যা এখন পর্যন্ত ট্রান্সফার মার্কেটে তাদের সর্বোচ্চ ব্যয়।
বাসস/নীহা/১৬০০/মোজা/স্বব