বাজিস-৬ : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বাড়ছে

160

বাজিস-৬
বগুড়া-যমুনার পানি
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বাড়ছে
বগুড়া, ১৩ জুলাই, ২০১৯ (বাসস) : হু হু করে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার পানি বাড়ছে। উজান থেকে আসা ঢলে বগুড়ায় যমুনা নদীর নি¤œাঞ্চল প্লাবিত হচ্ছে। শনিবার বেলা ১২ টায় পানি বিপদ সীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান ,শনিবার বেলা ১২ টায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। বলা ১২ টায় সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়ায় যমুনার পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১৬ দশমিক ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বন্যা মোকাবিলায় ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার মজুদ আছে। এ ছাড়া চাল নগদ টাকা রয়েছে।জেলা ত্রাণ কর্মকর্তা আজাহার আলী মন্ডল জানান,২ হাজার কার্টুন শুকনা খাবার, ২০০ মেট্রিকটন চাল ও নগদ ৩লাখ টাকা হাতে আছে। ইতোমধ্যে জেলার বন্যা প্র্রবণ অঞ্চল সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট পাঠানো হযেছে।
জেলা ত্রাণ কার্যালয় থেকে ১০ হাজার কার্টুন শুকনা খাবার, ১০ লাখ টাকা ও ৫শ’ মেট্রিকটন চালের চাহিদা পত্র ঢাকায় পাঠানো হেেয়ছে।
বাসস/সংবাদদাতা/১৩৩০/নূসী