বাসস ক্রীড়া-৬ : ব্রিটেনে টেলিভিশনে দর্শক আকর্ষণের ক্ষেত্রে রেকর্ড গড়লো ইংল্যান্ডের জয়

223

বাসস ক্রীড়া-৬
ফুটবল-বিশ্বকাপ
ব্রিটেনে টেলিভিশনে দর্শক আকর্ষণের ক্ষেত্রে রেকর্ড গড়লো ইংল্যান্ডের জয়
লন্ডন, ২০ জুন ২০১৮ (বাসস) : তিউনিশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-১ গোলের দারুন এক জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আর প্রিয় দলের নাটকীয় এই জয়ের ম্যাচটি টেলিভিশনে সবচেয়ে বেশী সংখ্যক ব্রিটিশ দর্শক দেখার রেকর্ড গড়েছে। ১৮.৩ মিলিয়ন দর্শক আকৃষ্ট করে এই ম্যাচটি চলতি বছরের টেলিভিশন দর্শকের সংখ্যার দিক থেকে রেকর্ড গড়েছে বলে বিবিসি সূত্র নিশ্চিত করেছে।
সোমবার রাতে ভোলগোগ্রাদে ইনজুরি টাইমে অধিনায়ক হ্যারি কেনের গোলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়। আর এই ম্যাচ দেখেছে ব্রিটেনের ৬৯.২ টেলিভিশন দর্শক যা গত মাসের রাজ পরিবারের বিয়ের অনুষ্ঠানের দর্শককেও ছাড়িয়ে গেছে।
এছাড়াও অনলাইনেও প্রায় তিন মিলিয়ন ইংলিশ সমর্থক এই ম্যাচের লিংক হিট করেছে। যা বিবিসি’র অনলাইন ব্রডকাস্টের লাইভ অডিয়েন্সের ক্ষেত্রেও অনন্য এক রেকর্ড গড়েছে।
আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড।
বাসস/নীহা/১৩১০/স্বব