বাসস ক্রীড়া-৯ : ইংল্যান্ড ‘আমাদের পরাস্ত করেছে’ : ফিঞ্চ

151

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বিশ্বকাপ-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
ইংল্যান্ড ‘আমাদের পরাস্ত করেছে’ : ফিঞ্চ
বার্মিংহ্যাম (ইউকে), ১২ জুলাই (বাসস/এএফপি) : ইংল্যান্ড তার দলকে ‘পরাস্ত’ করেছে বলে স্বীকার করলেন অস্ট্রেলিয় অধিনায়ক এ্যারন ফিঞ্চ। বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়নদের ওই হারে বিশ্বকাপে অবসান হল অস্ট্রেলিয় যুগের।
টস জিতে আগে ব্যাটিং করে মাত্র ২২৩ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ইনিংস। জবাবে মাত্র ৩২.১ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ফলে এজবাস্টনের উল্লসিত দর্শকদের সামনেই চির প্রতিদ্বন্দ্বি ইংল্যান্ডের কাছে দুখ:জনক আত্মসমর্পন করে অস্ট্রেলিয়া। এর আগে পাঁচটি বিশ্বকাপের চারটিই জয় করেছে অস্ট্রেলিয়া।
ম্যাচে শুন্য রানে আউট হওয়া অসি অধিনায়ক ফিঞ্চ মনে করেন অপেক্ষাকৃত সেরা হিসেবেই ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তিনি বলেন, ‘আজ আমরা সম্পুর্নভাবে ব্যর্থ হয়েছি। আমরা ধারনা করেছিলাম সিম বলে কিছুটা সংগ্রাম করতে হবে। কিন্তু তারা দারুন লাইন লেন্থ বজায়ে রেখে এবং স্টাম্প টু স্টাম্প বোলি করেছে। সঠিক পথে ফেরার জন্য আমাদের অনেক কিছুই ছিল। তাদেরকেও বোল্ড আউট করার প্রয়োজন ছিল। উইকেট নেয়ার জন্য আমরা চেস্টাও করেছি। কিন্তু আপনি যখন বল হাতে আগ্রাসী হবেন এবং তারা ব্যাট হাতে আগ্রাসী হবে তখন বেশ দ্রুতই অনেক কিছু ঘঠতে পারে।’
অসিদের স্বল্প রানে বোঁধে ফেলার পর ইংলিশ ওপেনার জেসন রয়ের ৬৫ বলে ৮৫ রান ও জনি বেয়ারস্টোর ৩৪ রানে উদ্বোধনী জুটিতে ১২৪ রানের পার্টনারশীপ ম্যাচটিকে চ্যাম্পিয়নদের নাগালের বাইরে নিয়ে যায়।
ফিঞ্চ বলেন,‘ তারা খুবই খেলেছে। আমরা জানি শীর্ষে পৌঁছানোর জন্য তারা কতটা প্রধান্য বিস্তার করে খেলেছে। ইংল্যান্ড একটি খুব ভাল ক্রিকেট দল পেয়েছে।’
লর্ডসে গ্রুপ পর্বে ইংল্যান্ডকে বেশ সহজেই হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ৯ ম্যাচের সাতটিতে জয়ের মাধ্যমে সহজে সেমি-ফাইনালও নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। বিগত সাত বিশ্বকাপের আসরে এই নিয়ে দ্বিতীয়বারের মত ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। তবে ফিঞ্চ বলেন দলের সফলতায় তিনি গর্বিত। যদিও ১২ মাস আগে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কাছে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল তারা।
অসি অধিনায়ক বলেন,‘ এই টুর্নামেন্টে আমাদের অনেক ইতিবাচক দিক রয়েছে। এক বছর আগে আমরা যখন ইংল্যান্ড সফরে এসেছিলাম, সেখান থেকে এখন আমরা অনেক দূর পাড়ি দিয়ে এসেছি। শিরোপা জয়ের লক্ষ্যেই আমরা এখানে এসেছিলাম। আমরা প্রতিরক্ষার একটি দেয়ালও রচনা করেছিলাম। দলটি যেভাবে উন্নতি লাভ করেছে তাতে আমি গর্বিত। তবে এই পরাজয় আমার হৃদয় ভেঙ্গে দিয়েছে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৬৩০/স্বব