বাসস ক্রীড়া-৩ : ম্যাকগ্রার রেকর্ড ভাঙ্গলেন স্টার্ক

148

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-রুট
ম্যাকগ্রার রেকর্ড ভাঙ্গলেন স্টার্ক
বার্মিংহাম, ১২ জুলাই ২০১৯ (বাসস) : বিশ্বকাপের এক আসরে সবচেয়ে উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বিশ্ব রেকর্ড গড়তে গিয়ে স্বদেশী গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙ্গেছেন তিনি। গতকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৭০ রানে ১ উইকেট নেন স্টার্ক। যার মাধ্যমে চলমান বিশ্বকাপে ১০ ম্যাচে তার শিকার সংখ্যা গিয়ে দাড়াল ২৭-এ। এ ইনিংস দিয়েই বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়ে ফেলেন স্টার্ক।
স্টার্কের আগে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি দখলে রেখেছিলেন ম্যাকগ্রা। ২০০৭ সালে ১১ ম্যাচে ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। এই ক্ষেত্রে তৃতীয়স্থানে রয়েছেন শ্রীলংকার চামিন্ডা ভাস। ২০০৩ সালের বিশ্বকাপে ১০ ম্যাচে ২৩ উইকেট শিকার করেছিলেন ভাস।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ শিকারী শীষ পাঁচ বোলার :
বোলার সাল ম্যাচ উইকেট
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২০১৯ ১০ ২৭
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ২০০৭ ১১ ২৬
চামিন্ডা ভাস (শ্রীলংকা) ২০০৩ ১০ ২৩
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা) ২০০৭ ১০ ২৩
শন টেইল (অস্ট্রেলিয়া) ২০০৭ ১১ ২৩
বাসস/এএসজি/এএমটি/১৬০০/স্বব