বাসস ক্রীড়া-২ : পন্টিং’কে টপকে গেলেন রুট

143

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-রুট
পন্টিং’কে টপকে গেলেন রুট
বার্মিংহাম, ১২ জুলাই ২০১৯ (বাসস) : বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার ক্ষেত্রে নতুন রেকর্ডের জন্ম দিলেন ইংল্যান্ডের ডান-হাতি ব্যাটসম্যান জো রুট। চলমান বিশ্বকাপে ১২টি ক্যাচ ধরেছেন তিনি। যার মাধ্যমে পেছনে পড়ে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে ১১টি ক্যাচ নিয়েছিলেন তিনি। এবার ১২টি ক্যাচ নিয়ে পন্টিংকে পেছনে ফেললেন রুট।
এক আসরে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস। চলমান বিশ্বকাপে ৯ ম্যাচে ১০টি ক্যাচ নিয়ে এই তালিকায় তৃতীয়স্থান দখল করেছেন ডু-প্লেসিস। তাই চতুর্থস্থানে নেমে যেতে হয়েছে ডু-প্লেসিসের স্বদেশী রিলি রৌসুকে। ২০১৫ বিশ্বকাপে ৬ ম্যাচে ৯টি ক্যাচ ধরেছিলেন তিনি।
বাসস/এএসজি/এএমটি/১৬০০/স্বব