বাসস দেশ-৪ : বাংলাদেশ ও ভারতের সমৃদ্ধির জন্য কাজ করতে তরুণদের প্রতি আহবান মোয়াজ্জেম আলীর

156

বাসস দেশ-৪
ভারত-বাংলাদেশের-রাষ্ট্রদূত
বাংলাদেশ ও ভারতের সমৃদ্ধির জন্য কাজ করতে তরুণদের প্রতি আহবান মোয়াজ্জেম আলীর
নয়াদিল্লী, ১২ জুলাই, ২০১৯ (বাসস) : ভারতে বাংলদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি আরো জোরদারে বাংলাদেশের তরুণদের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য ভারতের তরুণদের প্রতি আহবান জানিয়েছেন।
ভারতীয় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশ মিশনে বৃহস্পতিবার ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ে এক আলাপচারিতায় তিনি এ আহবান জানান।
আজ ঢাকায় প্রাপ্ত বাংলদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
ভারতীয় তরুণদের একটি প্লাটফরম কনফেডারেশন অফ ইয়ং লিডারর্স (সিওয়াইএল) এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
তরুণদের তাদের দেশের ব্রান্ড এম্বাসেডর হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন এবং বলেন, দুই চমৎকার প্রতিবেশী দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে এই তরুণদের অবশ্যই নেতৃত্ব দিতে হবে।
বাসস/এআইএম/এমএবি/১৫৩০/-আসচৌ