বাসস দেশ-৩১ : শিক্ষাবিদ শাহাজাদী বেগম মারা গেছেন

155

বাসস দেশ-৩১
শাহাজাদী- ইন্তেকাল
শিক্ষাবিদ শাহাজাদী বেগম মারা গেছেন
ফরিদপুর, ১১ জুলাই, ২০১৯ (বাসস) : ফরিদপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহাজাদী বেগম আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে… রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহাজাদী বেগম ১৯৭৬ সালে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ ৪০ বছর শিক্ষকতা শেষে তিনি সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় থেকেই ২০১৭ সালে অবসর গ্রহন করেন।
তার মৃত্যুতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, উদীচীসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁর বিদেহী আত্মার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ বাদ এশা শহরের গোয়ালচামটস্থ সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।
বাসস/সংবাদদাতা/কেসি/১৯৩২/-জেজেড