বাজিস-১০ : কুষ্টিয়ায় প্রথমবারের মত ডেঙ্গু রোগী শনাক্ত

181

বাজিস-১০
কুাষ্টিয়া-ডেঙ্গু
কুষ্টিয়ায় প্রথমবারের মত ডেঙ্গু রোগী শনাক্ত
কুষ্টিয়া, ১১ জুলাই, ২০১৯ (বাসস) : কুষ্টিয়ায় প্রথমবারের মত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার জেলার সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইসমাইল হোসেনের শরীরে ডেঙ্গুর জীবানু সনাক্ত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।
চিকিৎসকরা বলছেন, প্রথমবারের মত কুষ্টিয়ায় ডেঙ্গু রোগীর অস্তিত্ব পাওয়া গেলো। তবে রোগীর অবস্থা সংকটাপন্ন নয়, উন্নতির দিকে বলে জানিয়েছেন তারা।
এদিকে আক্রান্ত রোগী ইসমাইলের মা সালমা খাতুনও জ¦রে আক্রান্ত। তিনি হাসপাতালের ৩ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তবে প্যাথলজিক্যাল পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর কোন লক্ষন পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে পুনরায় যাতে করে এই রোগে কেউ আক্রান্ত না হয় সেই লক্ষে সকলকে সচেতনতামুলক পরামর্শ দেয়া হচ্ছে বলে জনিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তাপস কুমার সরকার।
বাসস/সংবাদাতা/১৭৪০/একেএইচ