বাসস ক্রীড়া-৩ : পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

111

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
লন্ডন, ১১ জুলাই, ২০১৯ (বাসস) : সংসদীয় বিশ্বকাপে শুভ সূচনা করলো বাংলাদেশ। বুধবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সংসদ সদস্যদের দলটি ১৩ রানে হারিয়েছে শক্তিশালী পাকিস্তানকে।
বাংলাদেশের পরবর্তী খেলা বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে । গ্রুপ পর্বে প্রতি গ্রুপ থেকে ২টি দল সেমিফাইনালে যাবে। স্বাগতিক ইংল্যান্ডসহ এই ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করছে মোট আটটি দেশ। বাকি দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। সেখনে প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল।
টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
৬ ওভারের অভিনব টুর্নামেন্টের ধারণাটি এসেছে ব্রিটেনের সংসদ সদস্য ক্রিস হিটন-হ্যারিসের পরিকল্পনায়। গত শীত মৌসুমে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের সঙ্গে একটি ম্যাচ খেলার সময়ই এ টুর্নামেন্টের কথা ভেবেছিলেন হিটস-হ্যারিস।
বাসস/এএসজি/এএমটি/১৬৫০/নীহা