বাসস দেশ-৫ : তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

198

বাসস দেশ-৫
রাষ্ট্রপতি- বিল
তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ১১ জুলাই, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশনে গৃহীত তিনটি বিলে বুধবার (১০ জুলাই) সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
আজ এক তথ্যবিবরনীতে এ কথা জানিয়ে বলা হয়। বিল তিনটি হলো: প্রাণিকল্যাণ বিল, ২০১৯; বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিল, ২০১৯ এবং আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৯।
বাসস/তবি/কেসি/১৬২৫/আরজি