বাজিস-৮ : বরগুনার রিফাত হত্যাকান্ডে জড়িত সন্দেহে রাতুল আটক

194

বাজিস-৮
বরগুনা- আটক
বরগুনার রিফাত হত্যাকান্ডে জড়িত সন্দেহে রাতুল আটক
বরগুনা, ১১ জুলাই, ২০১৯ (বাসস) : জেলায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যায় জড়িত সন্দেহে ঘটনার ভিডিও ফুটেজ দেখে রাতুল সিকদার নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন।
রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাসস/সংবাদদাতা/১৪০১/নূসী